রাঙ্গিরখাড়িতে দুই মন্ত্রী কৌশিক ও কৃষ্ণেন্দুকে উষ্ণ সংবর্ধনায় মণ্ডল বিজেপির
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালকে রাঙ্গিরখাড়িতে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা জানালো বিজেপির নিউ শিলচর মণ্ডল কমিটি। বৃহস্পতিবার রাঙ্গিরখাড়ি পয়েন্ট সংলগ্ন এলাকায় এক অস্থায়ী মঞ্চে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মণ্ডল বিজেপি। সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় কর্মী ও সমর্থকদের ভিড় ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় বক্তব্যে বলেন, বিজেপি দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সবার পরিচিত, বিগত দিনে দল তাঁর কাজের বিনিময়ে বিধায়কের টিকিট প্রদান করেছিলেন এবং তিনি লক্ষীপুরের বিধায়ক হন সেটি একমাত্র দলের কৃতিত্ব, আজ তিনি যে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সেটাও দলীয় সব কর্মকর্তা সহ জনগণের আর্শীবাদ। আরও বলেন, যেহেতু তিনি বরাকের সন্তান তাই বরাকের উন্নয়নকে প্রথম গুরুত্ব দিবেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মার সরকার যে দ্রুতগতিতে বরাকের উন্নয়নের উপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন, সেটার একমাত্র প্রমাণ হলো বরাকের দুই জেলা থেকে দুই বিধায়ক কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিসভায় রাজ্যের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মন্ত্রীর পদে নিযুক্তি দেওয়া, এ কথা বলেন শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এ ছাড়া বক্তব্য রাখেন জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা।
এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বিধাশক নীহাররঞ্জন দাস ও মিহির কান্তি সোম, বিজেপির রাজ্য সম্পাদক কণাদ পুরকায়স্থ, কাছাড় জেলার সহ-সভাপতি গোপাল রায়, সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী (ঝলক), সহ-সভাপতি অমিয় কান্তি দাস, জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অমিতাভ রায়, নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, প্রাক্তন পুর কমিশনার অসীম দাস প্রমুখ।