পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগে হঠাৎ বাতিল, বিপাকে পড়ুয়ারা

২৬ ফেব্রুয়ারি : সোমবার হঠাৎ করেই বাতিল করা হল আইএসসি রসায়নের প্রথম প্রশ্নপত্রের পরীক্ষা। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগে হঠাৎ করেই পরীক্ষা বাতিল করা হয়। দ্য কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) অবিলম্বে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সোমবারের পরীক্ষা “অপ্রত্যাশিত কারণে” বাতিল করা হয়েছে কেন পরীক্ষা বাতিল করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিজ্ঞপ্তিতে পরীক্ষার নতুন তারিখও উল্লেখ করা হয়েছে।দ্বাদশ শ্রেণির রসায়ন পরীক্ষা ২৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

সোমবার অধিকাংশ পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। হঠাৎ করে পরীক্ষা বাতিল হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের চরম অসুবিধার সৃষ্টি হয়। কেন এমন হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি বোর্ড।

Author

Spread the News