দু’দিন ব্যাপী “মান অভিযোজন শিবির ২০২৪” শুরু শিলচর রামকৃষ্ণ মিশনে

দু'দিন ব্যাপী "মান অভিযোজন শিবির ২০২৪" শুরু শিলচর রামকৃষ্ণ মিশনে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ মে : বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দু’দিন ব্যাপী “মান অভিযোজন শিবির ২০২৪” শুরু হল শিলচর রামকৃষ্ণ মিশনের। শনিবার অনুষ্ঠানে কাছাড় জেলার প্রায় ৪৫ টি সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী ভক্তিমূলক সঙ্গীত-নৃত্য পরিবেশন, স্বামী বিবেকানন্দ সম্পর্কিত রচনা ও বক্তৃতা পাঠ সহ অন্যান্য ধরনের প্রতিভা তুলে ধরেন। এ দিন সকাল ৯ থেকে ৪ বিকেল চারটা অবধি “মান অভিযোজন শিবির ২০২৪” শীর্ষক অনুষ্ঠানটির সূচনা হয় শিলচর রামকৃষ্ণ মিশনের শিক্ষার্থীদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর বক্তব্যে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ বলেন, স্বামী বিবেকানন্দ স্পষ্টভাবে আমাদের পতনের কারণগুলি চিহ্নিত করেছিলেন, যার মধ্যে একটি ছিল জনসাধারণের অবহেলা যাকে তিনি মহান জাতীয় পাপ হিসাবে চিহ্নিত করেছিলেন। তিনি বলেছিলেন, “ভারতে গরীব, নীচু, পাপীর কোন বন্ধু নেই, সাহায্য নেই – তারা উঠতে পারে না, চেষ্টা করতে পারে। তারা প্রতিদিন নিচু থেকে নীচে ডুবে যায়, তারা অনুভব করে যে একটি নিষ্ঠুর সমাজ তাদের উপর বর্ষণ করেছে এবং তারা জানে না যে আঘাত কোথা থেকে আসে।”

দু'দিন ব্যাপী "মান অভিযোজন শিবির ২০২৪" শুরু শিলচর রামকৃষ্ণ মিশনে

তিনি বলেছিলেন যে ধর্মের নামে লক্ষ লক্ষ লোককে নিপীড়িত করা হয়েছিল এবং ভারতের ধ্বংসের অন্যতম প্রধান কারণ ছিল  কিছু কিছু সুবিধাভোগী শ্রেণীর দ্বারা শিক্ষার একচেটিয়া অধিকার।মহারাজ আরও বলেন, যুবশক্তি জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। তাই তাদের সঠিক পথে গড়ে তোলা জাতির মহান দায়িত্ব ও কর্তব্য। কাজেই, তাদের গঠনদানে সমাজ ও রাষ্ট্র কোনভাবেই যাতে কার্পণ্য না করে। যুবসমাজ গঠনে পরিকল্পিত কাঠামো ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা আমাদের প্রয়োজন কেননা এর মধ্যদিয়েই দেশ একটি সৃষ্টিশীল ও যুবশক্তিতে সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র উপহার পাবে। আসুন তাদের এই পথ চলায় সবাই সামিল হওয়ার প্রয়োজন রয়েছে।

বৈকুণ্ঠানন্দজি মহারাজ বলেন, যুবশক্তিকে সঠিক পথে পরিচালিত করতে যুবাদের যেমন বড় ভূমিকা রয়েছে, তেমনি অভিভাবকদের দায়িত্বও অপরিসীম। পরিবার যদি নৈতিক জীবন-যাপন করে, সেখানে সন্তানেরাও মানবিক গঠনের জন্য উপযুক্ত পরিবেশ পায়। প্রার্থনাপূর্ণ জীবন ও নৈতিক জীবন আদর্শিক জায়গায় নিয়ে যেতে ভূমিকা রাখে। তাই পরিবার, সমাজ ও যুবসমাজের শিল্প-সাহিত্য চর্চা, ক্রীড়া-সাংস্কৃতিক বিকাশের পরিবেশ সৃষ্টি ও পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী করতেই হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে যুবাদের গঠনে উদ্যেগ গ্রহণ করা জরুরী।

এ দিন অন্যান্যদের মধ্যে ‘জাতি গঠনে যুবাদের ভূমিকা “বক্তব্য রাখেন, করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের প্রেমোঘনানন্দজি মহারাজ, হাফলং রামকৃষ্ণ মিশনের সম্পাদক অমিতেশানন্দজি মহারাজ,শিলং রামকৃষ্ণ মিশনের সম্পাদক হিতকামানন্দজি মহারাজ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কুমুদ পালচৌধুরী।

Author

Spread the News