আশ্রম রোডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, আহত দুই শিশু

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : শিলচর আশ্রম রোডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয় দুই শিশু। মঙ্গলবার রাতে শিলচর আশ্রমরোডে ই-রিকশা ও স্কুটির মধ্যে সংঘর্ষে ই-রিকশায় থাকা দুই শিশু গুরুতরভাবে আহত হয়।
ঘটনাটি দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। ঘটনার খবর পেয়ে ন্যাশনাল হাইওয়ে পেট্রল পোস্টের ইনচার্জ ও টিএসআই সহ ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে একটি স্কুটি উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী ই-রিকশায় সজোরে ধাক্কা মারে। এতে রাস্তার উপর উল্টে যায় ই-রিকশা। এতে ই-রিকশায় থাকা দুই শিশু রাস্তার উপর ছিটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় দু’জনকে মেডিক্যালে পাঠানো হয়।

এদিকে, দুর্ঘটনার পর স্কুটি চালক পালিয়ে যেতে সক্ষম হয়। দুর্ঘটনাগ্রস্ত ই-রিকশা এবং স্কুটিকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।

Spread the News
error: Content is protected !!