অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য সম্পাদিত দুইটি গ্রন্থ পুন: প্রকাশিত এসএস কলেজ
বরাক তরঙ্গ, ৭ জুন : হাইলাকান্দি এসএস কলেজের বাংলা বিভাগের উদ্যোগে ও স্কলার পাবলিকেশনস্ এর সহযোগিতায় পুনঃপ্রকাশিত হল বরাক উপত্যকার বিশিষ্ট লোক গবেষক তথা জিসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্যের দুইটি সম্পাদিত গ্রন্থ। শুক্রবার এক অনড়াম্বর পরিবেশ ‘বরাক উপত্যকার বারমাসী গান’ ও ‘নারীশক্তি বা অশ্রুমালিনী’ এই দুইটি জনপ্রিয় গ্রন্থ পুনঃ প্রকাশিত হয়।
কলেজের সভা কক্ষে প্রদীপ প্রজ্বলন করেন মুখ্য অতিথি ড: অমলেন্দু ভট্টাচার্য সহ কলেজ অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর, আইকিউএসি সেলের সংযোজক অধ্যাপক দেবদত্ত চক্রবর্তী, অধ্যাপক মনিধন সিংহ, ড. ইন্দিরা ভট্টাচার্য, ড. মমতাজ বেগম বড়ভূইয়া প্রমুখ।অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্র ছাত্রী রা অংশ গ্রহণ করে।
উল্লেখ্য যে অমলেন্দু ভট্টাচার্যের তত্ত্বাবধানে এস এস কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ইন্দিরা ভট্টাচার্য ‘নারীশক্তি বা অশ্রুমালিনী’ এবং ড. প্রিয়ব্রত নাথ ‘বরাক উপত্যকার বারমাসী গান’ গ্রন্থদুটির পুনর্মুদ্রণ করেছেন। এই উপলক্ষে এসএস কলেজের সভা কক্ষে একটি বক্তৃতা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এতে গ্রন্থ দুটির সম্পাদক তথা প্রখ্যাত লোকসংস্কৃতিবিদ অমলেন্দু ভট্টাচার্য বরাক উপত্যকার বাংলা সাহিত্যচর্চার সূচনাপর্ব সম্পর্কে বিস্তৃত তথ্য তুলে ধরেন।
প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মমতাজ বেগম বড়ভুইয়া আইকিউএসি সমন্বয়ক দেবদত্ত চক্রবর্তী ও অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ড. প্রিয়ব্রত নাথ, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. দেবাশিস গুহঠাকুরতা।