গেস্ট হাউস থেকে দু’টি মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : গুয়াহাটি মহানগরের বড়বাড়িতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বড়বাড়ির একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছে দু’টি মৃতদেহ। টুসঞ্জ গেস্ট হাউসের ঘর থেকে এক যুবক ও এক কিশোরের দেহ পাওয়া গেছে। একই ঘরে দু’জনের মৃতদেহ উদ্ধৃত হয়।

কিশোরটি নিখোঁজ হওয়ার অভিযোগ থানায় আগে থেকেই দায়ের ছিল। শনিবার সকাল থেকে কিশোরটি নিখোঁজ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে রাতে পুলিশ অভিযান চালায়। পরে রক্তাক্ত অবস্থায় কিশোরটির মৃতদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে, ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ পাওয়া যায়। মৃত যুবকের নাম মকিবুর রহমান (৩৫ বছর)। ৫ সেপ্টেম্বর মকিবুর গেস্ট হাউসের ঘর বুক করেছিলেন।

৬ সেপ্টেম্বর তিনি কিশোরটিকে নিয়ে গিয়েছিলেন। একটি থার গাড়ি ভাড়া করে কিশোরটিকে আনা হয়েছিল। ফরেনসিক টিম গেস্ট হাউসটি খুঁটিয়ে পরীক্ষা করছে।

পুলিশ স্নিফার ডগের সাহায্যে তদন্ত চালাচ্ছে। মকিবুর ভাড়াটে হিসেবে কিশোরটির বাড়ির কাছেই থাকতেন। মৃত কিশোরটির বয়স ১৫ বছর এবং তার বাড়ি শানমারির গণেশ নগরে।

Spread the News
error: Content is protected !!