লায়লাপুরে বিদেশি সিগারেট সহ আটক দুই

বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : বিদেশি সিগারেট সহ দুই যুবককে আটক করা হল লায়লাপুরে। বিশেষ চেকিংয়ের সময় এনএল ০১ এবি ৩৭১৭ একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১০০০ বিদেশি সিগারেটের বাক্স (১০টি প্যাকেজযুক্ত একটি বাক্স) সিমেন্টের ধুলোর নীচে লুকানো অবস্থায় পাওয়া গেছে। পরে সিগারেটের বাক্স বাজেয়াপ্ত করা হয়।  আটক করা হয় তাজুল উদ্দিন বড়ভূইয়া ও আমাজ উদ্দিন বড়ভূইয়াকে।  দুজনেই বরইতলীর বাসিন্দা। 

ধলাই থানায় 186/24 u/s 61(2)/318(4)/ 303(2)/317(2) বিএনএস নম্বরে মামলা নথিভুক্ত করে শিলচর আদালতে পাঠানো হয়।

লায়লাপুরে বিদেশি সিগারেট সহ আটক দুই

Author

Spread the News