আলফার নামে অর্থ দাবি, গ্রেফতার দুই শিবসাগরে
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : আলফা (স্বাধীন) নামে চাঁদাবাজির অভিযোগে শিবসাগরে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নাম প্রদীপ বরা ও মুকুট সাংমাই।
নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং দুজনকে গ্রেফতার করে।
শিবসাগরের বেতবাড়ি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। মুকুট বেতবাড়ির বাসিন্দা আর প্রদীপ ভেকেলাইয়ের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং আলফা (স্বাধীন) সঙ্গে দুই ব্যক্তির মধ্যে সম্ভাব্য যোগসূত্র যাচাই করার চেষ্টা করছে।