অরুণাচলে দুই আলফা (স্বা) ক্যাডার অস্ত্রসহ গ্রেফতার

বরাক তরঙ্গ, ২ অক্টোবর : অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় আসাম রাইফেলসের খোংছা ব্যাটালিয়ন এবং পুলিশের যৌথ অভিযানে দুই আলফা (স্বা) ক্যাডারকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। ভারতের সীমান্তবর্তী গ্রাম নোগলোতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। মায়ানমার সীমান্ত অতিক্রমকারী সন্দেহভাজন দুই জঙ্গিকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত ক্যাডারদের নাম নীলোৎপল অসম ওরফে  মনজিৎ গগৈ এবং উপেন অসম ওরফে রোহিনী গগৈ। দুজনেই অসমের বাসিন্দা এবং গত বছর আলফা (স্বা:) যোগ দেন।

দুই জঙ্গির কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলি।বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফা (স্বাধীন) যারা স্বাধীন আসাম চায়, মায়ানমারে তাদের ঘাঁটি রয়েছে বলে জানা যায়। সাম্প্রতিক বছরগুলোতে, দলটি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে, বিশেষ করে নির্বাচনের আগে।

এই বছর দক্ষিণ অরুণাচল প্রদেশে বিপুল সংখ্যক আলফা ক্যাডারদের গ্রেফতার এবং আত্মসমর্পণ এই গ্রুপের কার্যক্রম এবং ভিত্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

Author

Spread the News