কানিশাইল-শরিফনগর ক্লাস্টারের অধীন ৬টি এলপি স্কুলে টুইনিং অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : শ্রীভূমি জেলার কানিশাইল-শরিফনগর ক্লাস্টারের অধীন ৬টি এলপি স্কুলে টুইনিং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হল। এতে মেদল এলপি স্কুল ও  করিমগঞ্জ মরকজ অ্যাকাডেমির মধ্যে সম্প্রতি মেদল এলপি স্কুল প্রাঙ্গনে এক টুইনিং অনুষ্ঠান হয়। ওই স্কুলের অনুষ্ঠানে পৌরহিত করেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক তপু রায়। ঐদিন অনুষ্ঠানের সূচনা হয় উভয় স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। তারপর দু’টি স্কুলের ছাত্রছাত্রীদের আনন্দ উল্লাসের সঙ্গে বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠান সহ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কুইজ প্রতিযোগিতায় কানিশাইল মরকজ অ্যাকাডেমির ছাত্রছাত্রীর গ্রুপ জয়ী হয়। পাশাপাশি মেদল এলপি স্কুলের ছাত্রছাত্রীরা অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে মরকজ অ্যাকাডেমির থেকে কিছুটা বেশি খেলাধুলার বিভিন্ন বিভাগে প্রথম স্থান লাভ করতে সক্ষম হয়। শেষে দুই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা মিলে “জলের ঘাটে দেখিয়া আইলাম ” বিভিন্ন গান পরিবেশন করে ওই দিনের টুইনিং অনুষ্ঠানকে চাঙ্গা করে তুলেন।

অনুরূপভাবে ওই দিন শরীফনগর এলপি স্কুল ও শরীফনগর মডেল অ্যাকাডেমির মধ্যে উভয় স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন খেলাধুলা, নাচ -গান, কুইজ, আকস্মিক বক্তৃতা, যেমন খুশি সাজো ইত্যাদি অনুষ্ঠান উভয় স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। আর এতে উভয় স্কুলের প্রতিভাবান ছাত্রছাত্রীরা অনেক চেষ্টা করে বিভিন্ন পুরস্কার চিনিয়ে নিতে সক্ষম হয়। তাছাড়া ওই একই দিনে  শরীফনগর এমই স্কুল ও ফকির টিল্লা এলপি স্কুলের ছাত্র-ছাত্রীদের  মধ্যে নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে টুইনিং অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত হয়।

প্রতিটি স্কুলের টুইনিং অনুষ্ঠানে শিক্ষা বিভাগের পক্ষ থেকে অতিথি হিসাবে দক্ষিণ করিমগঞ্জ শিক্ষা বিভাগের খন্ড উন্নয়নের বিআরপি অপু শুক্লা ও কানিশাইল শরিফনগর ক্লাস্টারের সিআরসি কুবাদ উদ্দিন উপস্থিত হন। এতে উভয়ে প্রতিটি স্কুলের টুইনিং অনুষ্ঠানের তাদের ভাষণে বলেন, সবগুলো স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা ও  মেধার টেস্ট, সহ খেলাধুলার প্রতিভার বিকাশ ঘটানোর পাশাপাশি একে অন্যের সাথে পরিচিত হয়ে বন্ধুত্ব ভাব তৈরি হয় বলে তারা উল্লেখ করেন। তাছাড়া এরকম টুইনিং অনুষ্ঠান আলাদাভাবে দুটি স্কুলের মধ্যে মিলনের সেতু তৈরি করে দিতে সহায়ক ভূমিকা পালন করে বলে তারা উভয়ে মত প্রকাশ করেন।

কানিশাইল-শরিফনগর ক্লাস্টারের অধীন ৬টি এলপি স্কুলে টুইনিং অনুষ্ঠান

প্রতিটি স্কুলের অনুষ্ঠানে  টুইনিং প্রোগ্রাম কি এবং কেন তা বিস্তারিত তুলে ধরে ছাত্র-ছাত্রীদের সম্মুখ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন মেদল স্কুলের প্রধান শিক্ষক তপু রায়, করিমগঞ্জ মরকজ অ্যাকাডেমির অধ্যক্ষ জাকির হোসেন, ওই স্কুলের সহকারী শিক্ষক তাহের আহমেদ, শরীফনগর এমই  স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ চৌধুরী  চৌধুরী, ফকিরটিলা এলপি স্কুলের প্রধান শিক্ষক নুর আহমদ, শরীফনগর এলপি স্কুলের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, ফকিরটিলা এলপি স্কুলের সহকারী শিক্ষক এ এম রেজাউল করিম চৌধুরী, মেদল এর স্কুলের সহকারী শিক্ষিকা সোনালী পুরকায়স্থ সহ ক্লাস্টারের ৬  স্কুলের অনেক শিক্ষক শিক্ষিকা সহ পরিচালন সমিতির সভাপতি রাও বক্তব্য পেশ করেন এবং প্রতিটি স্কুলের শ ছাত্র-ছাত্রীদের হাতেছটি স্কুলের শিক্ষিকা সহ অতিথিরা মিলে পুরস্কার তুলে দেন।

Author

Spread the News