বিজয়ের র্যালি : মৃতের সংখ্যা ৪১ এ দাঁড়ালো, গ্রেফতার TVK নেতা

৩০ সেপ্টেম্বর : কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। অবশেষে অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির ব়্যালিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এক টিভিকে নেতাকে গ্রেফতার করল পুলিশ। টিভিকে-র জেলা সম্পাদক মাথিয়াঝাগানকে খুন, অপরাধমূলক হত্যাকাণ্ড-সহ একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে। বিজয়ের ব়্যালিতে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১। মাথিয়াঝাগান বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-র কারুর পশ্চিম জেলার সম্পাদক। এর আগে তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিল পুলিশ। এখন খুন, অপরাধমূলক হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের হয়েছে। টিভিকে-র সাধারণ সম্পাদক বাসি আনন্দ ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল সেকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
তবে তাঁদের বিরুদ্ধে এখনও কঠোর কোনও পদক্ষেপ করেনি পুলিশ। একজন পুলিশ অফিসারের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়েছে। বিজয় ব়্যালিতে ইচ্ছাকৃতভাবে ৪ ঘণ্টা দেরিতে এসেছেন বলে অভিযোগ। যাতে আরও ভিড় হয়, সেজন্য তিনি দেরি করে আসেন বলে অভিযোগ পুলিশের। অভিযোগপত্রে আরও বলা হয়, বিনা অনুমতিতে রোড শো করেছেন এই অভিনেতা-রাজনীতিক।

ভিড় নিয়ে পুলিশ একাধিকবার সতর্ক করলেও টিভিকে নেতারা কর্ণপাত করেননি বলে অভিযোগ। শনিবার কারুরে দুর্ঘটনার সময় ২৫ হাজারের বেশি জনতা জমায়েত হয়েছিল। যেখানে ১০ হাজার লোক হওয়ার কথা ছিল। জল, খাবার ছাড়া তীব্র গরমে তারা অপেক্ষা করছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ৪১ জনের মধ্যে ১০ জন শিশু। আর ১৮ জন মহিলা।
এদিকে, টিভিকে এই দুর্ঘটনার পিছনে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন টিভিকে নেতা আধব অর্জুনা। বিজয়কে যাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে তামিলনাডু সরকার বাধা না দিতে পারে, সেই নির্দেশ দিতেও আদালতের কাছে আবেদন জানিয়েছেন তিনি। তবে ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে দিয়েছে ডিএমকে। ৪১ জনের মৃত্যুতে তিনি গভীর মর্মাহত বলে বিজয় জানিয়েছেন। মৃতদের পরিবারগুলিকে ২০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন। আহতদের ২ লক্ষ টাকা করে দেবেন তিনি।
খবর : tv9 Bangla.