EURO CUP : শেষ আটে তুরস্ক ও  নেদারল্যান্ডস

৩ জুলাই : ইউরোর শেষ আটে উঠল  তুরস্ক ও নেদারল্যান্ডস। মঙ্গলবার অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসাবে ইউরোর কোয়ার্টার ফাইনালে চলে গেল তুরস্ক। কোয়ার্টারে তাদের মুখোমুখি ডাচরা। এদিন ম্যাট শুরুর ৫৭ সেকেন্ডে এগিয়ে যায় তুরস্ক। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় তারা। দু’টি গোলই করেন দলের ডিফেন্ডার মেরি ডেমিরাল। তবে লড়াই ছাড়েনি অস্ট্রিয়া। এক গোল শোধ করে তারা। কিন্তু তুরস্কের মরিয়া ডিফেন্স আর গোলের মুখ খুলতে দেয়নি। ৯০ মিনিটের টান টান খেলা শেষে হার মানে অস্ট্রিয়া।

এ দিনের অপর ম্যাচে রোমানিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস। ম্যাচের ২০ মিনিটের মাথায় জয়ী দলের হয়ে প্রথম গোলটি করেন কোডি গ্যাকপো। ৮৩ ও ৯০ মিনিটে ডাচ শিবিরের হয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় গোল করেন মালেন। এরপর ম্যাচে আর ফিরতে পারেনি রোমানিয়া।

Author

Spread the News