পুনিরমুখে রুকনীতে স্নান করতে গিয়ে নিখোঁজ কিশোর

রাজীব মজুমদার, ধলাই।
বরক তরঙ্গ, ১৯ জুলাই : রুকনী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হল পুনিরমুখের এক কিশোর। শনিবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।  ১৯ বছর বয়সী রশিদ আহমেদ লস্কর ওরফে সাবির সন্ধ্য়ায় স্নান করতে নদীতে নামেন। এরপর তিনি নিখোঁজ হয়ে যান।  

দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তাঁর বাবা সুনাম উদ্দিন লস্করের মনে উদ্বেগ সৃষ্টি হয়। সন্ধ্যার পরও ছেলের খোঁজ না মেলায় তিনি নিজেই দু’তিনবার বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তাঁর ভাতিজাকে গরু চরিয়ে ফিরতে দেখে সুনাম উদ্দিন সাবিরের বিষয়ে জিজ্ঞাসা করেন। ভাতিজা জানায়, সাবিরের চপ্পল এবং গামছা নদীর পাড়ে দেখতে পেয়েছে। এই খবর শুনেই সুনাম উদ্দিনের সন্দেহ হয় যে তাঁর ছেলে নদীতে তলিয়ে গেছে।

এরপর আর দেরি না করে পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা দ্রুত নদীতে নেমে সাবিরের খোঁজে তল্লাশি শুরু করেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাবির নিখোঁজ রয়েছেন।

পরিবার আরও জানিয়েছে যে, রশিদ আহমেদ শারীরিকভাবে কিছুটা অক্ষম ছিলেন এবং সাদাসিধা প্রকৃতির ছিলেন। বয়স বেশি হলেও তিনি বর্তমানে সঞ্জয় গান্ধী এমই স্কুলের ছাত্র ছিলেন। সাবিরের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবার এবং গোটা গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে।

Spread the News
error: Content is protected !!