তিনদিন ধরে নিখোঁজ শিলচরের কিশোর

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : তিনদিন ধরে নিখোঁজ শিলচর অম্বিকাপট্টি চৌরঙ্গীর বাসিন্দা মলয়রঞ্জন দে-র একমাত্র ছেলে আয়ান দে। রবিবার আয়ানের মা অনামিকা দে জানান, গত শুক্রবার আয়ানকে তিনি সঙ্গে তাঁদের নিজস্ব দোকান শিলচর সুভাষনগরে যান। কিছু সময় পর আয়ান তার মার কাছ থেকে ১০০ টাকা নিয়ে সাইকেল চালিয়ে মিষ্টি আনতে যায়। এরপর থেকে সন্ধানহীন। আয়ানের পরিবারে লোকেরা অনেক খোঁজাখুঁজি করে কোনও সন্ধান না পেয়ে শিলচর সদর থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেন।

কেউ তাদের ছেলেকে দেখে থাকেন তাহলে শিলচর সদর থানায় অথবা  ৯৪৩৫১৭৪০৮৫/৭০০২৫০৫০২৬ এই নম্বরে যোগাযোগ করার কাতর আবেদন করেন আয়ানের মা ও পরিবারের লোকেরা।

তিনদিন ধরে নিখোঁজ শিলচরের কিশোর
Spread the News
error: Content is protected !!