টিটির সাফল্যে খুশির জোয়ার শিলচরে

বরাক তরঙ্গ, ২০ জুলাই : লখিমপুরে তৃতীয় আন্ত:জেলা রেংকিং টেবিল টেনিসে দুরন্ত ফল করল শিলচর। প্রায় সব বয়স গ্রুপেই জয় জয়কার হয়েছে শিলচরের প্যাডলারদের। ছেলেদের অনূর্ধ্ব ১১ বয়স গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন এম জেনিথ সিংহ। ফাইনালে তিনি ৩-১ সেটে হারিয়েছেন শিবসাগরের রায়ান কর্মকারকে।

স্কোর : ১১-৮,৮-১১,১৩-১১,১১-৮। মেয়েদের অনূর্ধ্ব ১১সিঙ্গেলসে আরুহী নাথ চ্যাম্পিয়ন হয়েছেন গুয়াহাটির জেনেস বিপুলকে হারিয়ে। স্কোর : ১১-৯,১১-৯,১১-৯।  এদিকে ছেলেদের অনূর্ধ্ব ১৩ সিঙ্গেলসে শিবসাগরের রায়ান বড়ঠাকুর কে ৩-০ ফলে হারিয়ে খেতাব ছিনিয়ে নেন বিপ্রজিত পাল । তার স্কোর – ১১-৭,১১-৮,১১-৪। মেয়েদের অনূর্ধ্ব ১৩ সিঙ্গেলসে রানার্স হয়েছেন রাহিনী দেব। ফাইনালে তিনি হেরেযান গুয়াহাটির ঈশানী গগৈ -র কাছে। স্কোর : ৮-১১,৪-১১, ১১-৮।
রেংকিং টিটি -র আসরে শিলচরের এই সাফল্যের জন্য খেলোয়াড়দের শুভেচ্ছা জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে। খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শিলচর ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, টিটি ক্লাবের সচিব কল্লোল দাস সহ আরও অনেকেই।

Spread the News
error: Content is protected !!