টিটি খেলোয়াড়দের টি-শার্ট উপহার, ইউনাইটেড ক্লাবের কমিটিকে সংবর্ধনা খোঁজের
বরাক তরঙ্গ, ১ আগস্ট : শিলচর ইউনাইটেড ক্লাবের টেবিল টেনিস খেলোয়াড়দের টি-শার্ট উপহার দিল সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থা খোঁজ। বৃহস্পতিবার ইউনাইটেড ক্লাবের হলে এক অনুষ্ঠানে টেবিল টেনিস কোচ কাজল পালকে একটি ব্যাগ ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয় এবং উদীয়মান ১২ জন খেলোয়াড়ের হাতে টি-শার্ট উপহার দেওয়া হয়। এ ছাড়া প্রাক্তন খেলোয়াড় জহরলাল পালকে একটি ট্র্যাক স্যুট, একটি টি-শার্ট ও একটি ব্যাগ উপহার দেওয়া হয়। এ দিন নবনির্বাচিত ইউনাইটেড ক্লাবের কমিটির কর্মকর্তাদেরও সংবর্ধনা জানায় খোঁজ।

ক্লাবের সভাপতি শ্যামল পাল, দুই সহ-সভাপতি রাজকুমার পাল ও প্রদীপ পাল, সাধারণ সম্পাদক জহরলাল পাল, সহসাধারণ সম্পাদক প্রীতিশ পাল, ইনডোর গেম সেক্রেটারি কাজল পাল, ক্রিকেট সেক্রেটারি প্রশান্ত পাল, রাজীব পাল ফুটবল সেক্রেটারি, কোষাধ্যক্ষ নন্দদুলাল সাহা সবাইকে উত্তরীয় ও একটি করে ব্যাগ উপহার দিয়ে সংবর্ধনা জানান খোঁজের কর্মকর্তারা। পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে একটি শুভেচ্ছা স্মারক তুলে দেন খোঁজের সভাপতি ডাঃ মাসুম আহমদ ও সাধারণ সম্পাদক সজল লস্কর।

একইভাবে উত্তরীয় পরিয়ে খোঁজের সভাপতি ডাঃ এম মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর, সহসাধারণ সম্পাদক রেজোয়ান খান, ক্রীড়া সম্পাদ তাহেরা লস্কর, কোষাধ্যক্ষ কামাল লস্করকে অভ্যার্থনা জানান ইউনাইটেড ক্লাবের সভাপতি ও সম্পাদক। অনুষ্ঠান সঞ্চালনা করেন নন্দদুলাল সাহা। এই অনুষ্ঠানে স্পনসর ছিলেন স্মিথ লস্কর ও সজল লস্কর।