সর্বোদয় বিদ্যালয়ের রাস্তা নির্মাণের দাবি ট্রাস্টের

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : সর্বোদয় বিদ্যালয়ের রাস্তা নির্মাণের দাবি জানিয়ে পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকপত্র প্রদান করল সর্বোদয় ট্রাস্ট। শুক্রবার  ট্রাস্টের কমকর্তারা স্মারকপত্র প্রদান করে বলেন, মালুগ্রামে স্বাধীনতা সংগ্রামী প্রয়াত শচীন্দ্রমোহন দত্ত প্রতিষ্ঠিত সর্বোদয় বিদ্যালয়ের রাস্তায় চলাচল করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। বর্ষায় ছাত্রছাত্রীদের এই পথ ধরে চলাচল করা খুবই কষ্টকর হয়।

এ দিন ট্রাস্টের সাধারণ সম্পাদক আইনজীবী শেখর পাল চৌধুরী এবং কোষাধ্যক্ষ অশোককুমার দেব শিলচর নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগের সঙ্গে দেখা করে রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় আলোচনা করলে নাগ অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রস্তাব বাস্তবায়িত করার আশ্বাস প্রদান করেছেন। তিনি প্রয়াত শচীন্দ্রমোহন দত্ত (লাখুদার) ত্যাগ এবং আদর্শের প্রতি যথেষ্ট শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সঙ্গে ছিলেন সককারী প্রকৌশলী সুমন দাস এবং সহকারী নির্বাহী প্রকৌশলী বিশু দাস। বিভাগীয় কর্তৃপক্ষের সুন্দর মানসিকতা এবং গঠনমূলক চিন্তাধারার প্রতি সম্মান এবং সাধুবাদ জানিয়েছেন সাধারণ সম্পাদক শেখর পাল চৌধুরী।

Spread the News
error: Content is protected !!