‘আমেরিকার আত্মার’ জন্য আগামী নির্বাচনে লড়বেন ট্রাম্প

২৯ এপ্রিল : ‘আমেরিকার আত্মার’ জন্য আগামী নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে পরাজিত করার অঙ্গীকার করেছেন তিনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারের একটি হোটেলে দেওয়া ভাষণে ট্রাম্প এ অঙ্গীকার করেন।

ট্রাম্প বলেছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যদি জয়ী হয়ে হোয়াইট হাউসে ফিরতে না পারেন, তাহলে যুক্তরাষ্ট্র ‘অরাজকতার’ মধ্যে পড়বে।

ম্যানচেস্টারের হোটেলে ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রায় দেড় হাজার সমর্থক জড়ো হন। সমর্থকদের সামনে ট্রাম্প বলেন, এ নির্বাচনে ভোটারদের সামনে পছন্দের যে বিকল্প দাঁড়িয়েছে, তা হলো শক্তিমত্তা বা দুর্বলতা, সাফল্য বা ব্যর্থতা, নিরাপত্তা বা নৈরাজ্য, শান্তি বা সংঘাত, সমৃদ্ধি বা বিপর্যয়। ডেমোক্রেটিক দলের বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ২০২৪ সালের নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার টুইটারে এ ঘোষণা দেন তিনি।

Author

Spread the News