৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ ট্রাম্পের
২১ জানুয়ারি : ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করান আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্টস। বিচারপতির বাঁদিকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ডানদিকে ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
আবহাওয়া প্রচণ্ড ঠাণ্ডা থাকার কারণে পুরো অনুষ্ঠানটি বাড়ির ভেতরেই অনুষ্ঠিত হয়। ট্রাম্পের পাশপাশি এদিন ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন জেডি ভ্যান্স। এদিন ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করান প্রধান বিচারপতি জন রবার্টস। অপরদিকে জেডি ভ্যান্সকে শপথ গ্রহণ করান বিচারপতি ব্রেট কাভানাফ। নিজের উদ্বোধনী ভাষণে নতুন মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমেরিকার স্বর্ণযুগ এখনই শুরু হচ্ছে।”
ট্রাম্পের শপথ গ্রহনের প্রায় সঙ্গে সঙ্গেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘প্রিয় বন্ধু’-কে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, “আমাদের উভয় দেশকে উপকৃত করতে এবং বিশ্বের জন্য একটি ভাল ভবিষ্যত গঠনের জন্য, আমি আবার একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।”

