মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে ভোট গণনা, এগিয়ে ট্রাম্প
৬ নভেম্বর : যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪০টিরও বেশি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ। আগামী এক ঘণ্টার মধ্যে আভাস পাওয়া যাবে কোন রাজ্যে কে জিততে চলেছেন। তবে এমন কিছু অঙ্গরাজ্য আছে, যেগুলোর ফলাফল আসতে কিছুটা বেশি সময় লাগবে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ রাত ১০টায় আরো তিনটি অঙ্গরাজ্যে ভোট শেষ হবে, যার মধ্যে শেষ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হলো নেভাদা। এই অঙ্গরাজ্যে মূলত মেইলে ভোট দেওয়া হয় এবং সেখানকার ভোট গণনা শনিবার পর্যন্ত চলবে।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী নিউইয়র্কে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। অন্যদিকে টেক্সাসে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। -ভয়েস অব আমেরিকা
মূলত জনসংখ্যার দিক থেকে বড় কয়েকটি অঙ্গরাজ্য থেকে পাওয়া ফলাফলে এখনও কোনও অপ্রত্যাশিত ফল পাওয়া যায়নি। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা বলছে, ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস নিউইয়র্কে জয়ী হয়েছেন। এর আগে তাকে ইলিনয়, নিউ জার্সি, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, ডেলাওয়ার এবং কানেটিকাট ও ভারমন্ট অঙ্গরাজ্যে জয়ী ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প টেক্সাস, ওহাইও, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, লুইজিয়ানা, মন্টানা, মিসৌরি, ইউটাহ এবং ওয়াইওমিং-এ জয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে তাকে ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, টেনেসি, সাউথ ক্যারোলাইনা, আরকানসাস, ওকলাহোমা, কেন্টাকি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী ঘোষণা করা হয়।