ট্রাক-বাইকের সংঘর্ষ, মৃত্যু ছেলে-বাবার

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : বরপেটার সর্তেবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনায় ৫ বছরের এক ছেলে ও তার বাবা নিহত হয়েছেন। এক ভাই ও বোন হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। কামারপাড়ায় কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে বাইকে মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন বাবা দুলাল ডেকা ও তাঁর ৫ বছরের ছেলে মৌসম ডেকা।

এদিকে, দুর্ঘটনায় দুলাল ডেকার ভাই ও ভাগ্নি গুরুতর আহত হয়েছেন। ১০ বছর বয়সী রিয়া ডেকা ও রাহুল দাসকে আশঙ্কাজনক অবস্থায় বারপেটা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

ট্রাক-বাইকের সংঘর্ষ, মৃত্যু ছেলে-বাবার

দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Author

Spread the News