নানা কর্মসূচিতে রাজীব গান্ধীর জন্মদিবস পালন ত্রিপুরা কংগ্রেসের
যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : আধুনিক ভারতের রূপকার, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৮১তম জন্মদিবস উপলক্ষে আজ একগুচ্ছ কর্মসূচির আয়োজন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। দলীয় পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ্য অর্পণ এবং বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে ‘সদ্ভাবনা দিবস’ হিসেবেও উদযাপন করা হয়।
এদিন সকালে কংগ্রেস সেবা দলের উদ্যোগে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। পরে তিনি সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব প্রয়াত প্রধানমন্ত্রীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
কংগ্রেস ভবনের কর্মসূচির পর কংগ্রেস নেতৃত্ব গান্ধীঘাটে অবস্থিত শহিদ বেদিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
পাশাপাশি, এই দিনটিকে ‘সদ্ভাবনা দিবস’ হিসেবেও উদযাপন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই উপলক্ষে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ দলের বিভিন্ন স্তরের নেতা, কর্মী ও সমর্থকরা। এই কর্মসূচির মাধ্যমে তাঁরা প্রয়াত নেতার স্মরণে সামাজিক সম্প্রীতি ও পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দেন।