বেরেঙ্গা নাথপাড়ায় ভাঙন স্থলে ধরনা শিলচরে তৃণমূল কংগ্রেসের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।

রাক তরঙ্গ, ১১ মার্চ : শিলচর শহর সংলগ্ন বেরেঙ্গা নাথপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের হাল ফেরাতে সেখানে গিয়ে ধরনা দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দলের কাছাড় জেলা কমিটির এই ধরনা কার্যসূচি শুরু হয় বেলা সাড়ে ১১টা নাগাদ। প্রায় দু’ঘণ্টা ধরে ধরনা চলাকালীন বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সভাপতি রাজেশ দেব,রাহুল আলম লস্কর ও মাজুদ লস্কর সহ বেরেঙ্গা জিপির প্রাক্তন সভাপতি এ কে আজাদ মজুমদার। বক্তারা বলেন, নাথপাড়া নদী ভাঙন পরিদর্শন করে জেলা তৃণমূল কংগ্রেস বিগত দিনে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নজরে আনা হয়। এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় কর্তৃপক্ষের তরফেও দলীয় কর্মীদের জানানো হয়, প্রকল্প বরাদ্দ হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করে সেটা যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করা হবে। কিন্তু বিভাগের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এলাকায় এখনও কোন কাজ হয়নি। এদিকে, বাঁধের অবস্থা দিনের পর দিন ভয়ংকর রূপ ধারণ করছে। বিষয়টি মাথায় রেখে জেলা তৃণমূল কংগ্রেস মঙ্গলবার বেরেঙ্গা নাথপাড়া এলাকায় ধরনা কর্মসূচির মাধ্যমে গোটা জেলার নদী বাঁধ সংস্কারের দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বেরেঙ্গা নাথপাড়ায় ভাঙন স্থলে ধরনা শিলচরে তৃণমূল কংগ্রেসের

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেব জানান, বিগত ১০/১৫ বছরের তুলনায় এবার শুকনোর মরসুম দীর্ঘ সময়ের জন্য ছিল,এবং প্রায় ৬/৭ মাস বৃষ্টিপাত হয়নি। ফলে বিভাগের কাছে অনেক সুযোগ ছিল। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ সেই সুযোগটি কাজে না লাগিয়ে কুম্ভ নিদ্রায় নিমজ্জিত ছিলেন। এবং বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বেরেঙ্গা নাথপাড়া নদী বাঁধের অবস্থা বর্তমানে ভয়ঙ্ককর রূপধারণ করেছে। এই পরিস্থিতিতে আগামী বর্ষায় যদি কোন ধরনের অঘটন ঘটে তাহলে ২০২২ সালের ভয়াবহ বন্যা থেকেও আরও ভয়ঙ্কর বিপর্যয় শিলচরে নেমে আসবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

বেরেঙ্গা নাথপাড়ায় ভাঙন স্থলে ধরনা শিলচরে তৃণমূল কংগ্রেসের

Author

Spread the News