ভোট ভাগাভাগি করতে তৃণমূল প্রার্থী : আমিনুল হক

ভোট ভাগাভাগি করতে তৃণমূল প্রার্থী : আমিনুল হক

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : প্রচারের অন্তিম দিনে সোনাইয়ের স্বাধীনবাজারে নির্বাচনী সভা আয়োজন করল কংগ্রেস। বুধবার আয়োজিত সভায় বক্তব্য রাখেন আমিনুল হক লস্কর। তিনি বলেন, মুসলিম ভোট ভাগাভাগি করতে সাংসদ সুস্মিতা দেব করিমগঞ্জ থেকে রাধেশ্যামবাবুকে ভাড়া করে শিলচরে তৃণমূলের প্রার্থী করেছেন। আর এই ভোট ভাগাভাগি কাণ্ডে হাত মিলিয়েছেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। তৃণমূলকে একটি ভোট দেওয়া মানে বিজেপিকে দু’টি ভোটে এগিয়ে দেওয়া। সুতরাং দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষা করতে কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর।

এ দিনের সভায় জেলা কংগ্রেসের সম্পাদক বাবুল আহমেদ বড়ভূইয়া, বাপ্পী লস্কর, জুবাইর আহমেদ লস্কর, সোনাই জিপির প্রাক্তন এপি সদস্য এনামুল হক লস্কর, সৈদপুর জিপির এপি সদস্য হীরা বড়ভূইয়া, সোনাবাড়িঘাটের সামসুল ইসলাম বড়ভূইয়া সহ এলাকার প্রবীণ কংগ্রেসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Author

Spread the News