শহিদ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও সাফাই অভিযান করিমগঞ্জে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : ১৯৮৬ সালের ২১ জুলাই ভাষা আন্দোলনের শহিদদের শ্রদ্ধা জানাতে পূর্ব ঘোষণা অনুযায়ী সাফাই অভিযানে সামিল হলেন বরাকের আওয়াজের কর্মকর্তারা। এরপর জেলাশাসকের বাংলোর সামনের শহিদ বেদীর প্রাঙ্গণে নিজের জন্মদিন বৃক্ষ রোপন করলো ভাষা সেনানী হীরক দে-র কন্যা শ্রীজা। পরে চন্তর বাজারের ডিভাইডারে গাছ লাগানো হয়। এদিন পুরসভার সহযোগিতায় শহরের সবক’টি শহিদ বেদীতে সাফাই অভিযান শুরু হয়। এতে অংশ নেন নির্মাল্য দাস, পিকলু দাস,
অরূপ রায়, শুভ্রপ্রকাশ দেব, কৃষ্ণা মেমন দে প্রমুখ।
এদিকে, ২০ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলাশাসকের বাংলোর সামনের শহিদ জগন্ময় ও দিব্যেন্দু’ র শহিদবেদী থেকে “প্রদীপ পদযাত্রা”র সূচনা হবে। শহিদ সরণী পূর্ত বিভাগের সামনে যে রক্ত রাঙ্গানো ভূমিতে জগণ যীশু শহিদ হয়েছিল সেই ভূমিতে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী। এরপর টাউন কালীবাড়ি রোড, রাজবাংলা রোড, চন্তর বাজার সম্মুখ হয়ে শহিদ ক্ষুদিরাম সরণী হয়ে শম্ভু সাগর উদ্যানের জাতীয় শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে এদিনের কার্যক্রম সমাপ্ত।
২১ জুলাই সকাল আটটায় একযোগে শহরের প্রতিটি শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী ও সন্ধায় প্রতিটি বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ও বেসরকারি কার্যালয়ে দু’টি করে প্রদীপ প্রজ্জ্বলন করা। ২১শের চেতনার প্রতিটি কার্যক্রমে সর্বস্তরের নাগরিকদের পাশাপাশি প্রতিটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের উপস্থিতি ও সহযোগিতার আহ্বান জানান।