নির্বাচনের তৃতীয় রাউন্ডের ইভিএম, ভিভিপিএটি এবং অন্যান্য ভোট প্রক্রিয়ার প্রশিক্ষণ ১৬ থেকে

নির্বাচনের তৃতীয় রাউন্ডের ইভিএম, ভিভিপিএটি এবং অন্যান্য ভোট প্রক্রিয়ার প্রশিক্ষণ ১৬ থেকে

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনের শিলচরের ট্রেনিং ও এওয়ারনেস সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শিলচরের কাছাড় কলেজে তৃতীয় রাউন্ডের ইভিএম, ভিভিপিএটি এবং অন্যান্য ভোট প্রক্রিয়া সম্পর্কে পলিং পার্সোনালদের জন্য ট্রেনিং ও  ফেমিলিয়ারাইজেশন নির্ধারিত করা হয়েছে। অনুরূপভাবে ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত শিলচরের নর্সিং হায়ার সেকেন্ডারি স্কুলে ও সরকারি বালক বিদ্যালয়ে এবং ১৭ এপ্রিল সকাল দশটা থেকে দুপুর ১ টা  পর্যন্ত সরকারি বালিকা বিদ্যালয়ে এই কার্যসূচী অনুষ্ঠিত হবে। সরকারি বালিকা বিদ্যালয়ে ড. সুদীপ চৌধুরী,  ড. গঙ্গেশ ভট্টাচার্য এবং ড. শুভাশিস চৌধুরী প্রশিক্ষণ প্রদান করবেন।

এদিকে, ১৬ এপ্রিল (প্রথম রাউন্ড) শিলচরের গান্ধীভবনে সকাল দশটা থেকে  এবং ২৩ এপ্রিল তারিখে সকাল সাড়ে নয়টা থেকে মাস্টার ট্রেনারগন মাইক্রো অবজারভারদের কে প্রশিক্ষণ প্রদান করবেন তারা হলেন ড. নিতু দেবনাথ, ড. সুদীপ চৌধুরী, ড. গঙ্গেশ ভট্টাচার্য এবং ড. শুভাশিস চৌধুরী। এছাড়া ১৬  এপ্রিল মাইক্রো অবজারভার ও পোলিং পারসোনালদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে জ্যোতি কলাকেন্দ্রে ও ১৭ এপ্রিল শিলচরের গান্ধীভবনে পুলিশ পার্সোনালদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

Author

Spread the News