বরাক তরঙ্গ, ২৮ মার্চ : চন্দ্রনাথপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু ঘটল। মৃত ব্যক্তির নাম মনা রিকিয়াসন, বাড়ি চন্দ্রনাথপুরে। শুক্রবার সকাল নটা নাগাদ ঘটনাটি সংঘটিত হয়। বদরপুর রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
জানাগেছে, মনা রিকিয়াসন বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভোগছিলেন।