মণিয়ারখাল বাগানে ট্র্যাক্টর দুর্ঘটনা, মৃত্যু এক
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : মর্মান্তিক দুর্ঘটনা। ট্র্যাক্টরের চাপায় এক ব্যক্তির মৃত্যু ঘটল। মঙ্গলবার দুপুরে পূর্ব ধলাইর মণিয়ারখাল বাগানের কটনপুর গ্রামে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম মানিক উড়িয়ার (৫৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক উড়িয়া ট্র্যাক্টরের চালকের সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
এই দুর্ঘটনায় ট্র্যাক্টর চালক রাণু চাষাও গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। মানিক উড়িয়ার দেহ উদ্ধার করা হয়, চালক রাণু চাষাকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পালংঘাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান এবং প্রাথমিক তদন্তের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যালের মর্গে পাঠান। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

