শেষ চারের আগে জোর ধাক্কা খেল টাউন ক্লাব

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টের শেষ চারের
সম্ভাবনায় বড়সড় ধাক্কা খেল শিলচরের টাউন ক্লাব। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার মূল পর্বের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল স্থানীয় দলটি। তারা নগাঁও রেডিয়াল ক্লাবের কাছে দশ উইকেটে পরাজিত হয়। নিজেরা ১৯.৫ ওভারে ৯৯ রানে অলআউট হয়ে গিয়েছিল। জবাবে রেডিয়েল‌ কোনও উইকেট না হারিয়ে ১৩.৪ ওভারে সেই রান তুলে ফেলে। অভিজিৎ সিনহা রায় ৬০ এবং বিশ্বজিৎ চামুয়া ৩১ রানে অপরাজিত থাকেন। এর আগে পেসার চাণক্য শর্মা ১৬রানে ৫ উইকেট নিয়ে শিলচর টাউন ক্লাবের ইনিংস গুড়িয়ে দেন। ঘরোয়া দলের বিকি রায় করেন ৩১ বলে ৩৭ রান। স্বাভাবিক ভাবেই ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন চাণক্য শর্মা।

আসাম প্রিমিয়াম ক্লাব চ্যাম্পিয়নশিপ ক্রিকেট_____

এদিকে, নিজেদের তৃতীয় ম্যাচের পর রেডিয়েলের মতোই অপরাজিত থাকল গুয়াহাটির বাড ক্রিকেট ক্লাব। তারা সোমবার ৫১ রানে হারায় তিনসুকিয়া টাউন ক্লাবকে। বাডের ৫ উইকেটে ১৪৫ রানের স্কোরে দ্বিজ পাঠক ৩৭, জিতু আলি ৩৬ এবং পারভেজ আজিজ ২৮ রান করেন। প্রাচীর চাংমাই তিন উইকেট নেন। জবাবে ১৮ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায় তিনসুকিয়া টাউন ক্লাব। ২৭ রান করেন আফফান আহমদ। নীহার নরহ করেন ২৩। এদিকে, জিতু আলি একটি উইকেট নেন, একটি ক্যাচ ধরেন এবং একটি রান আউট করেন। ফলে তিনি ম্যাচ সেরার পুরস্কার পেলেন। সেটা তুলে দেন শিবব্রত শর্মা।

এদিকে, প্রথম ম্যাচের সেরা চানক্য শর্মার হাতে পুরস্কার তুলে দেন আয়োজক জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম সচিব দেবাশিস সোম।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News