টঙ্গীর বিশ্ব ইজতেমা নয় জনের মৃত্যু

২৩ জানুয়ারি : টঙ্গীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমা। এবারের ইজতেমা চলাকালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইজতেমার প্রথম পর্বে চারজন এবং দ্বিতীয় পর্বে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের জন্য স্বাস্থ্য বিভাগের নেওয়া কার্যক্রম ও পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর জানিয়েছে, প্রথম পর্বের ইজতেমা শুরুর আগের দিনেই ১২ জানুয়ারি দুইজনের মৃত্যু হয়েছে, ইজতেমার প্রথম দিনে অর্থাৎ ১৩ জানুয়ারি একজনের মৃত্যু হয়েছে, দ্বিতীয়দিনেও একজনের মৃত্যু হয়েছে। তবে ইজতেমার তৃতীয় দিন আখেরি মোনাজাতের দিন কারও মৃত্যু হয়নি। এরপর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরুর দিনে ২০ জানুয়ারি তিনজনের, দ্বিতীয় দিনে একজনের এবং তৃতীয় ও শেষ দিনে আরও একজনের মৃত্যু হয়েছে। ইজতেমা ময়দানে মুসল্লিদের সার্বক্ষণিক চিকিৎসা, ওষুধপত্র সরবরাহে স্বাস্থ্য বিভাগ পরিচালিত মেডিক্যাল ক্যাম্পের বহিঃবিভাবে মোট ২ হাজার ৯৪১ জন, দন্ত বিভাগে ১৪৮ জন এবং জরুরি বিভাগে (প্রাথমিক সেবা) ৯২৫ জন চিকিৎসা সেবা নিয়েছেন। এ ছাড়াও কার্ডিয়াক সেবা নিয়েছেন ৯০ জন, অ্যাজমা সেবা নিয়েছেন ৮২ জন, ট্রমা ও অর্থো সার্জারি সেবা নিয়েছেন ১১৪ জন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩৮ জন ও বার্ন হয়ে ১৩ জন সেবা নিয়েছেন। এ ছাড়া ইজতেমা মেডিকেল ক্যাম্প থেকে ৯৪ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Author

Spread the News