আজ অসমেও তৃতীয় দফার ভোট চলছে, চারটি আসনে লড়ছেন ৪৭ জন

আজ অসমেও তৃতীয় দফার ভোট চলছে, চারটি আসনে লড়ছেন ৪৭ জন

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ মে : আজ দেশে ৯৫টি লোকসভা কেন্দ্রে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। ভোটের তৃতীয় ধাপে মোট ১৩৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর সঙ্গে  অসমের ১৪টি লোকসভা কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে এই নির্বাচন ভোট পর্ব শুরু হয়েছে। চারটি কেন্দ্র হল গুয়াহাটি, ধুবড়ি, কোকরাঝাড় ও বরপেটা। চারটি কেন্দ্রে ৪৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গুয়াহাটিতে মনোনীত প্রার্থীর সংখ্যা- ৮ জন। এরমধ্যে বিজেপি প্রার্থী হলেন বিজুলি কলিতা মেধি, কংগ্রেসের মীরা বারঠাকুর গোস্বামী, এসইউসিআইর চিত্রলেখা দাস।

আজ অসমেও তৃতীয় দফার ভোট চলছে, চারটি আসনে লড়ছেন ৪৭ জন
সাদিন-প্রতিদিন গোষ্ঠীর সঞ্চালক ঋষি বরুয়া ভোটদানের পর।

ধুবড়িতে মোট প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর সংখ্যা হল ১৩। কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেন, মিত্র জোট  অসম গণ পরিষদের জাবেদ ইসলাম, এআইইউডিএফ দলের সুপ্রিমো মোহাম্মদ বদরুদ্দিন আজমল, এসইউসিআইর সুরজ জামান মণ্ডল, শুকুর আলি প্রমুখ।

কোকরাঝাড়ে ১২ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে বিপিএফ থেকে খাঁপা বরগারই, কংগ্রেসের গর্জন মুসাহারি ইপিপিএলের জয়ন্ত বসুমাতারি, তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন গৌরীশঙ্কর শরানিয়া।

বরপেটা কেন্দ্রে মনোনীত প্রার্থীর সংখ্যা ১৪জন। মিত্র জোট অসম গণ পরিষদের প্রার্থী হলেন ফণীভূষণ চৌধুরী, কংগ্রেসের দীপ বেয়ন, সিপিআইএমের মনোরঞ্জন তালুকদার, বিপিএফ থেকে হামিজ উদ্দিন, তৃণমূল কংগ্রেসের আবুল করিম আজাদ।

সকাল সাড়ে নয়টা পর্যন্ত চারটি আসনে ভোটের হার গুয়াহাটি ১০.৩০ শতাংশ, বরপেটা ৯.২৬ শতাংশ, কোকরাঝাড় ৯.৭৭ শতাংশ ও ধুবড়িতে ১০.৭৭ শতাংশ।

Author

Spread the News