আজ, বিশ্বকর্মা পূজা

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। সারা দেশের সঙ্গে বরাকের সনাতন ধর্মাবলম্বীরা আনন্দের সঙ্গে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কারখানা, মোটর স্ট্যান্ড সহ ব্যক্তিভাবেই এই পূূজার আয়োজন করা হয়েছে।

হিন্দু পুরাণ অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মা হলেন এই বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার। তাঁকে বলা হয় দেবতাদের ইঞ্জিনিয়ার। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি – এই চার যুগ ধরে তাঁর নানা অমর কীর্তির উল্লেখ পাওয়া যায়।

বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ইন্দ্রের বজ্র – এই সবই বিশ্বকর্মার অমর নির্মাণ। এছাড়া কুবেরের অস্ত্র, কার্তিকের শক্তি – সবই বিশ্বকর্মা সৃষ্টি। মনে করা হয়, এই গোটা বিশ্বভূবন তিনিই নির্মাণ করেন। শুধু কর্মে দক্ষতা নয়, বিশ্বকর্মা বেশ কয়েকটি গ্রন্থও রচনা করেছেন। “বাস্তুশাস্ত্রম” নামে একটি স্থাপত্যশিল্প বিষয়ক গ্রন্থ তিনি রচনা করেন। পুরাণ অনুসারে চারটি বেদের মতো চারটি উপবেদও রয়েছে। এই চার উপবেদ হল আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ এবং স্থাপত্যবেদ। এই স্থাপত্যবেদ নামক উপবেদের রচয়িতা হলেন স্বয়ং বিশ্বকর্মা। তাঁকেই এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রধান বাস্তুকার বলে মনে করা হয়। দ্বাপর যুগে তিনি সৃষ্টি করেন দ্বারকা, হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থ।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে বরাক তরঙ্গ গ্রুপ সবাইকে শুভেচ্ছা জানায়।

আজ, বিশ্বকর্মা পূজা
আজ, বিশ্বকর্মা পূজা

Author

Spread the News