আজ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন

৫ নভেম্বর : আজ, মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস, নাকি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প- কার দখলে যাবে হোয়াইট হাউস, তা নির্ধারণে ভোট দেবেন মার্কিন নাগরিকেরা।

এদিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির ভোটাররা ভোট দেবেন। যুক্তরাষ্ট্রে ছয়টি টাইম জোন রয়েছে। ফলে বিভিন্ন অঙ্গরাজ্যে সময়ের ব্যবধান রয়েছে অনেকটাই। তাই সমস্ত রাজ্যের সময়ের সঙ্গে সমন্বয় রেখে ভোট শুরু এবং শেষ হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ৭ কোটি ৮০ লক্ষ মানুষ আগাম ভোট দিয়েছেন।

নির্বাচনে আলোচনার মূল কেন্দ্রে রয়েছেন কমলা ও ট্রাম্প। তাঁরাই মূল প্রতিদ্বন্দ্বী। কমলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে লড়ছেন টিম ওয়ালজ আর ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট থাকছেন জে ডি ভান্স। এবারের নির্বাচনে আরও চারজন প্রেসিডেন্ট প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন গ্রিন পার্টির জিল স্টেইন, লিবার্টারিয়ান পার্টির চেজ অলিভার, স্বতন্ত্র প্রার্থী কর্নেল ওয়েস্ট ও রবার্ট কেনেডি জুনিয়র।

নানা সমীক্ষা বলছে, কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। পেনসিলভানিয়া, অ্যারিজোনা, নেভাদা, উইসকনসিন, নর্থ ক্যারোলিনা, মিশিগান, জর্জিয়া-এই সাত অঙ্গরাজ্যের ফল কমলা ও ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করবে।

একটি মার্কিন সংবাদ মাধ্যমের সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের ৪৯ শতাংশ মানুষ কমলা ও ৪৮ শতাংশ ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে স্থানীয় সময় ৫ নভেম্বর রাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে।

আজ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
আজ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন

Author

Spread the News