শিলচরে ত্রিকালজ্ঞ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস সাড়ম্ভড়ে পালন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুন : লোকনাথ বাবার তিরোধন দিবসটি বিভিন্ন আচার-অনুষ্ঠানের দ্বারা চিহ্নিত করা হয় বিশেষ করে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ বরাক উপত্যকার তিন জেলার শিলচরের মালুগ্ৰাম, ন্যাশনাল হাইওয়ে, জানিগঞ্জ, লিঙ্ক রোড, সেন্ট্রাল রোডের মতো অঞ্চলগুলিতে যেখানে তাঁর অনুসরণ শক্তিশালী।

লোকনাথ বাবাকে উৎসর্গ করা মন্দির ও আশ্রমে ভক্তরা জড়ো হয়, এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে। সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়ির পুরোহিত পবিত্র পাল বলেন, লোকনাথ বাবা তার জীবনের বেশিরভাগ সময় ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনে ব্যয় করেছিলেন। তিনি ঈশ্বরের প্রতি ভালবাসা, করুণা এবং ভক্তির বার্তা ছড়িয়ে দিয়ে ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন। তার অনুসারীরা তাকে ঐশ্বরিক চেতনার জীবন্ত মূর্ত প্রতীক হিসেবে গণ্য করে এবং তাঁকে ঘিরে অসংখ্য অলৌকিক ঘটনা বলে।
সুদীর্ঘ বছর থেকে তিনি লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজা করে আসছেন।

শিলচরে ত্রিকালজ্ঞ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস সাড়ম্ভড়ে পালন

এদিন প্রথমে ব্রাহ্মমূহুর্তে পূজা শুরু হয়। তৎকালীন সময়ে ১৯ জৈষ্ঠ লোকনাথ বাবার মরদেহকে নিয়ে যেভাবে বাংলাদেশের বারদীগ্ৰামে প্রদক্ষিণ করা হয়। ঠিক সেইভাবে লোকনাথ বাবার বিগ্ৰহকে নিয়ে ১৯ বার এখানে প্রদক্ষিণ করেন ভক্তরা এবং এরপর পূজার্চনা ও যজ্ঞ  সহ উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। তিনি আরোও বলেন, লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে তিনি আগামীকাল সূদুর বাংলাদেশের বারদীগ্ৰামে গিয়ে এখানের যজ্ঞের ভস্ম সেখানে মন্দিরে রেখে আসবেন এই অঞ্চলের ভক্তবৃন্দদের মঙ্গল কামনায়। প্রত্যেক বছর এইভাবে ভক্তদের উপস্থিতিতে লোকনাথ  ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস এইভাবে ধর্মীয় নীতি-নিয়ম মেনে সাড়ম্ভড়ে পালন করা হয় এই বিষয়ে সবার কাছে অনুরোধ জানান।

Author

Spread the News