টিপারের ধাক্কায় মৃত্যু মওলানার

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : টিপারের ধাক্কায় প্রাণ হারালেন এক মওলানা।   বুধবার অনুমান বারোটায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ৩৭ নম্বর জাতীয় সড়কের শিবপুরে। লক্ষীপুর থানা এলাকার শিবপুর কালাবিল রাস্তা থেকে একটি টিপার জাতীয় সড়কে উঠতে থাকে। ঐ সময় মওলানা আকবর হোসেন বাইক চালিয়ে জয়পুরের উদ‍্যেশ‍্যে যাওয়ার পথে ছিলেন। টিপার চালক কোন কিছু লক্ষ্য না করে সোজা জাতীয় সড়কে উঠতে থাকেন বলে প্রত‍্যক্ষদর্শীরা জানান। সোজা টিপার এসে বাইক চালককে ধাক্কা মারে, এতে লুটিয়ে পড়েন আকবর হোসেন। ঘটনাস্থলে প্রচুর রক্তপাত হতে থাকে। প্রতক্ষদর্শী লোকজন দ্রুত পুলিশের সহায়তায় রক্তাক্ত আকবর হোসেনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে পৌছার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক টিপার নম্বর এইচ আর ৬৪ এ ৩৪৩৮। পুলিশ টিপার বাজেয়াপ্ত করে থানায় নিয়ে এসেছে। চালক পালিয়ে যেতে সক্ষম হয়। 

এই দুর্ঘটনায় হত মওলানা আকবর হোসেন জয়পুরের এক মসজিদে ইমামতি করেন। তার বাড়ি বাঁশকান্দি দ্বিতীয় খণ্ডে। পরিবারে রয়েছেন  গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে।

Spread the News
error: Content is protected !!