টিকিট না পাওয়া সাত আপ বিধায়কের দলত্যাগ
১ ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দারুণ দুর্বিপাকে অরবিন্দ কেজরিওয়াল। একসঙ্গে আম আদমি পার্টি থেকে পদত্যাগ করেছেন ৭ বিধায়ক। পদত্যাগী বিধায়করা হলেন, নরেশ যাদব, রোহিত কুমার, রাজেশ ঋষি, মদন লাল, পবন শর্মা, ভাবনা গৌড় এবং বিএস জুন।
৭ জনের কেউই অবশ্য এবার আর বিধানসভা নির্বাচনে লড়ার টিকিট পাননি। ফলে টিকিট না পেয়েই তাদের এই দলত্যাগ কিনা তা জানা যায়নি। দিল্লির বিধানসভা নির্বাচনের ঠিক ৫ দিন আগে একসঙ্গে এত বিধায়কের দলত্যাগে চাপে পড়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।