২৪ ঘণ্টায় বজ্রপাত-ঝড়ে মৃত্যু ৮০ জনের

১১ এপ্রিল : তীব্র দাবদাহের পর, পরিস্থিতি বদল হয়েছিল ৮ এপ্রিল। তবে ঝড়-বৃষ্টিতে স্বস্তির বদলে, হাহাকার চতুর্দিকে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে বৃহস্পতিবারেই জানা গিয়েছিল ৮ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে বিহারে। এর মধ্যে বেগুসরাইয়ের পাঁচজন, দরভাঙ্গার পাঁচজন, মধুবনির তিনজন, সমস্তিপুর ও সহরসায় দু’জন করে এবং গয়া ও লক্ষ্মীসরাইয়ে একজন করে মোট দু’জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার জানা গেল, উত্তরপ্রদেশ, বিহার মিলে, গত ২৪ ঘণ্টায় বজ্রপাত, ঝড়, বৃষ্টির কারণে মৃত্যু হয়েছে অন্তত ৮০ জনের। গত ২৪ ঘণ্টায় বিহারে বৃষ্টি-বজ্রপাতের কারণে কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যজুড়ে। গাছ উপড়ে, ঘরের দেওয়ার ধসের কারণেই অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে এবশি মৃত্যুর ঘটনা ঘটেছে নালন্দায়।

উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। ত্রাণ কমিশনারের কার্যালয়ের তথ্য, গাছ উপড়ে, দেওয়াল পড়ে প্রাণ গিয়েছে অন্তত ১৩জনের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
খবর : আজকাল ডট ইন।

২৪ ঘণ্টায় বজ্রপাত-ঝড়ে মৃত্যু ৮০ জনের

Author

Spread the News