বজ্রপাতে ৯ জনের মৃত্যু

১৭ মে : বজ্রপাতে ৯ জনের মৃত্যু হল ওডিশায়। মৃতদের মধ্যে ৩ জন কোরাপুটের, ২ জন জয়পুর ও ২ জন গঞ্জামের এবং একজন করে ঢেঙ্কানল ও গজপতির বাসিন্দা বলে জানা গিয়েছে। আহতও হয়েছেন বহু। তাঁদের চিকিৎসা চলছে।

শুক্রবার রাতের দুর্যোগে কোরাপুট জেলায় তিন মহিলার মৃত্যু হয়। সেখানে একজন বৃদ্ধ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, একই পরিবারের সদস্যরা মাঠে কাজ করছিলেন। সেইসময় বৃষ্টি শুরু হওয়ায় একটি অস্থায়ী কুঁড়েঘরে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। কুঁড়েঘরের উপর বাজ এসে পড়লে তিন মহিলার মৃত্যু হয়। নিহতরা হলেন ব্রুধি মান্ডিঙ্গা (৬০), তাঁর নাতনি কাসা মান্ডিঙ্গা (১৮) এবং অম্বিকা কাশী (৩৫)।

বজ্রপাতে ৯ জনের মৃত্যু
Spread the News
error: Content is protected !!