বড়খলায় বজ্রপাতে মৃত্যু কিশোরের
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : সাতসকালে কাছাড়ে হৃদয়বিদারক ঘটনা ঘটল। বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বড়খলা প্রথম খণ্ডে।
জানা যায়, পরিবারের অন্যান্যদের সঙ্গে কৃষি কাজ করতে গিয়ে ছিল সাহেল হোসেন মজুমদার নামে কিশোরটিও। এদিন কাজের সময় হঠাৎ আকাশে মেঘে ডাক দেয়। আওয়াজের সঙ্গে সঙ্গে সে জমিতে পড়ে যায়। স্থানীয় এবং পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বড়খলা হাসপাতালে নিয়ে গেলেও জীবন রক্ষা হয়নি। বড়খলা বটতল উজানগ্রামের জিয়াউর রহমান মজুমদারের ছেলে সাহেল মজুমদার। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
