ধলাইয়ে মাদক সহ তিন যুবক গ্রেফতার
বরাক তরঙ্গ, ২০ মার্চ : গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সহ তিন ব্যক্তিকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার ধলাইয়ে জাতীয় সড়কে অভিযান এএস ০১ বিটি ০৭০১ নম্বরের একটি মহিন্দ্রা স্করপিওর গতিরোধ করে তল্লাশি চালিয়ে পিছনের আসনের মেটের নিচে লুকিয়ে রাখা সন্দেহজনক হেরোইন প্রায় ৮০ গ্রাম পাঁচটি প্লাস্টিকের সাবানের কেস উদ্ধার করা হয়। পাশাপাশি তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল রমেশ চন্দ্র বিশ্বাস (৩৪) বরপেটার গোরোইমারি গ্রামের বাসিন্দা, সাহিদুল ইসলাম (২৬) বরপেটার জুগিরপামের যুবক ও ধলাই সপ্তগ্রামের ইবাদুর রহমান (২৮)। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
