কালো নদীর ওপর তিনটি কাঠের সেতু ভেসে গেল

বরাক তরঙ্গ, ২ জুন : মেঘালয়ে বৃষ্টিতে মানকাচারের পূর্বাঞ্চলে কৃত্রিম বন্যায় কালো নদীর ওপর তিনটি কাঠের সেতু ভেসে গেছে। ভোর ৫টায় পূর্বাঞ্চলের কালাপানি এলাকায় কালো নদীর ওপর কাঠের সেতুটি ভেসে যায়।

সকাল সাড়ে ৬টার দিকে কাজীপুর-তোপপাড়া সংযোগকারী দ্বিতীয় কাঠের সেতুটি ভেসে যায়। কালাপানি থানার সামনে কালাপানি ও লক্ষ্মী শরীফের সংযোগকারী তৃতীয় কাঠের সেতুটি দুপুর ২টার দিকে ভেসে যায়।

কালো নদীর ওপর তিনটি কাঠের সেতু একই দিনে ভেঙে পড়ায় উভয় পাশের যান চলাচল ব্যাহত হয়। বর্তমানে কালাপানির সঙ্গে প্রায় ২০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন।

মেঘালয় বন্যার কারণে জেলার কিছু অংশ বিশেষ করে পূর্বাঞ্চলে কৃত্রিম বন্যা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কালাপানি এলাকার কৃষকরা।

প্রতি বছর, মেঘালয়ের গারো পাহাড়ের জল কৃত্রিম বন্যা ঘটায় এবং জেলার পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষতি সাধন করে।

Author

Spread the News