তিনসুকিয়ায় সেনা ক্যাম্পের কাছে গুলি-গ্রেনেড হামলা, আহত তিন সেনা

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : তিনসুকিয়া জেলার কাকোপাথার সেনা ক্যাম্পের কাছে গুলি-গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই হামলায় তিন ভারতীয় সেনা জখম। প্রাথমিকভাবে জানা গিয়েছে,  ভারতীয় সেনাবাহিনীর ১৯ গ্রেনেডিয়ার্স ইউনিট ক্যাম্প লক্ষ্য করে হামলা চালানো হয় রাতের অন্ধকারে।

তিনসুকিয়ায় সেনা ক্যাম্পের কাছে গুলি-গ্রেনেড হামলা, আহত তিন সেনা

যদিও শুক্রবার সকাল পর্যন্ত, কোনও গোষ্ঠী এই হামলার দায় নিয়ে বিবৃতি প্রকাশ করেনি। তবে প্রাথমিকভাবে একাধিক মহলের অনুমান, আলফাব(স্বাধীন) এই হামলার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলা হামলায় আহত হয়েছে ৩ সেনা জওয়ান। ডুমডুমা দিক থেকে একটি ট্রাকে করে এসেছিল হামলাকারীদের দলটি। সেনা শিবিরে হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়েছিল এই ট্রাকটি। অসম-অরুণাচল সীমান্তের ন-দিহিং নদীর তীরে টেঙাপানীঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে। পুলিশের একটি দল ট্রাকটি উদ্ধার করে।

Spread the News
error: Content is protected !!