চাপরি পয়েন্টে বাইক নিয়ে গভীর খাদে তিন আরোহী, গুরুতর আহত

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : ধলাই গুরু দয়ালপুরের কুখ্যাত চাপরি পয়েন্টে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ঈদের পরদিনই মঙ্গলবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক গভীর খাদে পড়ে গেলে তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ধলাই হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাপ্ত খবর অনুযায়ী, তিনজন অপ্রাপ্তবয়স্ক হেলমেটবিহীন যুবক একটি বাইকে করে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর জেরেই বাইক গভীর খাদে পড়ে যায় এবং আরোহীরা গুরুতর আঘাত পান। স্থানীয়রাই প্রথম আহতদের আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন এবং তাদের উদ্ধার করেন।

আহতদের সকলের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের নাম, পরিচয় এবং বাসস্থানের ঠিকানা জানা যায়নি।

চাপরি পয়েন্টে বাইক নিয়ে গভীর খাদে তিন আরোহী, গুরুতর আহত

উল্লেখ্য, ধলাই থানার দেওয়াল ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়ক থেকে লোহারবন্দ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার গ্রামীণ রাস্তার নির্মাণ কাজ চলছে। এই রাস্তাটি রেংটি পাহাড়ের উপর দিয়ে নির্মিত হচ্ছে। জাতীয় সড়ক থেকে মাত্র ২ কিলোমিটারের পরেই শুরু হওয়া পাহাড়ি পথের দু’ধারে বন বিভাগের লাগানো শাল, সেগুন সহ বিভিন্ন প্রকার গাছপালা মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নির্মিত এই রাস্তাটিতে সাধারণভাবে লোক চলাচল তেমন না থাকলেও, এর প্রাকৃতিক সৌন্দর্য অনেককেই আকৃষ্ট করে। সুন্দর রাস্তা, পাহাড়ি শোভা ও নির্জন পরিবেশের কারণে জায়গাটি ধীরে ধীরে একটি পার্কের মতো পরিচিতি লাভ করে।

চাপরি পয়েন্টে বাইক নিয়ে গভীর খাদে তিন আরোহী, গুরুতর আহত

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই নয়নাভিরাম স্থানটি অল্প সময়ের মধ্যেই বাইক রাইডার, যুগল এবং মধ্যপায়ীদের অবাধ আনাগোনায় একটি কলুষিত স্থানে পরিণত হয়। স্থানীয়দের অভিযোগ, সেখানে প্রায়শই অসামাজিক কার্যকলাপ দেখা যায়, যার ফলে জায়গাটির নাম ‘চাপরি পয়েন্ট’ হিসেবে পরিচিতি পায়। প্রতিদিন শত শত বাইক ও অন্যান্য যানবাহনে করে ১৫ থেকে ২৫ বছর বয়সী ছেলেমেয়েদের ভিড় লেগেই থাকে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পাহাড়ি পথে রাস্তার দু’ধারে অজস্র মদের বোতল পড়ে থাকতে দেখা যায়।

চাপরি পয়েন্টে বাইক নিয়ে গভীর খাদে তিন আরোহী, গুরুতর আহত

আজ, ঈদের পরের দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় চাপরি পয়েন্টে ভিড় একটু বেশিই ছিল। দুপুর দুইটা নাগাদ সেই ভিড়ের মধ্যেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। অল্প বয়সী হেলমেটবিহীন তিন যুবক একটি দ্রুতগামী বাইকের নিয়ন্ত্রণ হারালে এই বিপত্তি ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ধলাই থানার এএসআই সন্তোষ কুমার দাস দ্রুত দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এই ঘটনার পর স্থানীয় সচেতন মহল চাপরি পয়েন্টে অপ্রাপ্তবয়স্কদের অবাধ যাতায়াত এবং সেখানে সংঘটিত অসামাজিক কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে, পাহাড়ি রাস্তায় দ্রুত গতিতে বেপরোয়াভাবে বাইক চালানো এবং হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তাঁরা।

Spread the News
error: Content is protected !!