লোকাল ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন তিন রেলকর্মী

২৩ জানুয়ারি : মর্মান্তিক রেল দুর্ঘটনা মহারাষ্ট্রে। চলন্ত লোকাল ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন মুম্বইয়ের তিন রেলকর্মী। সোমবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার বাসাইয়ের কাছে। মৃতেরা হলেন, চিফ সিগন্যালিং ইনস্পেক্টর বাসু মিত্র, ইলেক্ট্রিক্যাল সিগন্যালিং মেনটেনার সোমনাথ উত্তম লাম্বুত্রে, এবং আরও এক রেলকর্মী সচিন ওয়াংখেড়ে।
রেল সূত্রে খবর, ভাসাই রোড এবং নয়গাঁও স্টেশনের মাঝে সিগন্যালে সমস্যা হচ্ছিল। যার জেরে ওই লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

সিগন্যাল মেরামত করতে গিয়েছিলেন পশ্চিম রেলের মুম্বই ডিভিশনের সিগন্যালিং বিভাগের তিন রেলকর্মী। কাজের মাঝেই চলন্ত ট্রেনের ধাক্কায় লাইনে ছিটকে পড়েন তিনজনে। তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের পরিবার পিছু ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে রেল। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে।

Author

Spread the News