মিজোরামে চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু তিন যাত্রীর

বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : মিজোরামের লেংপুইয়ের কাছে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একটি ভারী পাথর গাড়ির উপর পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

সূত্র অনুযায়ী, সোমবার দুপুরে লেংপুই বিমানবন্দর সড়কের কাছে পুকপুই জলপ্রপাতের কাছে এই ঘটনা ঘটে। লেংপুই থেকে আইজলের দিকে যাওয়া গাড়ির উপর পড়ে যাওয়া পাথরের আঘাতে ঘটনাস্থলে তিনজন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হয় চালক।

আহত চলককে তৎক্ষণাৎ লেংপুই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে চারজনের পরিচয় জানা যায়নি।

মিজোরামে চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু তিন যাত্রীর
Spread the News
error: Content is protected !!