গাছ ও বিদ্যুতের লাইনে আটকে পড়ল বিমান, আহত তিন

১ আগস্ট : কানাডার রাজধানী অটোয়ায় বৃহস্পতিবার বিকেলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। বিমানটি অটোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় গাছ ও বিদ্যুতের লাইনে আটকে যায়। দুর্ঘটনায় একজন পুরুষ ও একজন নারী আহত হয়। তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। তৃতীয় এক যাত্রীকে উদ্ধার করতে রাত পর্যন্ত অভিযান চালাতে হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। একটি ব্যক্তিগত নিবন্ধিত ছোট বিমান অটোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বৈদ্যুতিক তারে আঘাত করে এবং তারপর একটি গাছের সারিতে গিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানটি প্রায় ২০ ফুট উচ্চতায় গাছের ওপর এবং সক্রিয় বিদ্যুৎ লাইনের মধ্যে আটকে যায়। এই জটিল পরিস্থিতির কারণেই উদ্ধার কাজ বেশ দীর্ঘ সময় ধরে চলে।

কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ডের মিডিয়া মুখপাত্র নিকোলাস ডিফ্যালকো জানান, বিমানটি অবতরণের আগে বিদ্যুৎ লাইনের সঙ্গে ধাক্কা খায়। অটোয়া ফায়ার সার্ভিসের মুখপাত্র নিকোলাস ডিফাজিও একে “জটিল উদ্ধার অভিযান” বলে আখ্যা দেন। তিনি বলেন, “বিমানটি গাছ ও হাইড্রো লাইনের মধ্যে ঝুলে ছিল। অটোয়া হাইড্রো দ্রুত বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় দমকল কর্মীরা উদ্ধার কাজ শুরু করতে পেরেছেন।”

দমকল বাহিনী মই ব্যবহার করে প্রথম দু’জন যাত্রীকে উদ্ধার করে। তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তবে তৃতীয় যাত্রীকে বের করে আনতে আরও দীর্ঘ সময় লাগে এবং রাত ৮-৩৫ মিনিটেও উদ্ধার তৎপরতা চলছিল। এই উদ্ধার অভিযানে অটোয়া ফায়ার সার্ভিস ও প্যারামেডিক সার্ভিস যৌথভাবে কাজ করে।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!