দু’টি শিশুকে বাঁচাতে আরও তিন শিশুর মৃত্যু

১৪ মে : অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ঘটে গিয়েছে। শনিবার গুজরাটের বোটাদ জেলার কৃষ্ণ সাগর হ্রদে ডুবে পায় ৫ নাবালকের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, প্রথমে দুই শিশু হ্রদে সাঁতার কাটার সময় ডুবে যায়। তাঁদের বাঁচাতেই আরও ৩ জন জলে ঝাঁপ দিলে তাঁরাও তলিয়ে যায়।  নিহতরা সবাই নাবালক।

দমকলের এক আধিকারিক কুলদীপসিংহ দোদিয়া জানিয়েছেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের উদ্ধার অভিযানের পরে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বোটাদ এসপি কিশোর বালোলিয়া জানিয়েছেন,শনিবার দুপুরে হ্রদে স্নান করতে গিয়েছিল পাঁচ বন্ধু। প্রথমে দুজন জলে নামে। অনেকটা দূরে গিয়ে ফেরার সময় হাবুডুবে খেতে শুরু করে। দুই বন্ধুকে ওই অবস্থায় দেখে বাকি তিনজন জলে নেমে তাদের বাঁচানোর চেষ্টা করলে তারাও জলে ডুবে যায়। পাঁচজন জলে ডুবে যাচ্ছে তা দেখতে পেয়ে এক ব্যক্তি চেঁচিয়ে লোক জড়ো করেন। পুলিশকে খবর দেয় তাঁরাই।

শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালালেও শিশুদের বাঁচানো যায়নি। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এসপি।

Author

Spread the News