বালু বোঝাই তিনটি ল‌রি আটক দোহালিয়ায়

বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : পাচা‌রের প‌থে তিন‌টি বালু বোঝাই ল‌রি ধরা পড়লো দোহা‌লিয়া বন কর্মী‌দের হা‌তে। জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে বুধবার সকা‌লে এক অ‌ভিযা‌নে নে‌মে এই সাফল‌্য পান দোহা‌লিয়া ফ‌রেস্ট রে‌ঞ্জের কর্মীরা।এ‌তে অ‌বৈধ বালু বোঝাই তিন‌টি মি‌নি ল‌রি আটক করা হয়।

বালু বোঝাই তিনটি ল‌রি আটক দোহালিয়ায়

এ‌দিন গোপন খব‌রের ভি‌ত্তি‌তে রেঞ্জকর্তা প্রণব ক‌লিতা সহ ডেপু‌টি রেঞ্জার প্রদীপ বা‌রৈ ও বনকর্মী সহ ফ‌রেস্ট প্রটেকশন টি‌মের কর্মীরা রামকৃষ্ণনগর-কদমতলা রো‌ডে ওৎ‌পে‌তে বসে থাক‌লে সাফল‌্য আ‌সে। এমন সম‌য়ে সিংলা নদী থে‌কে বাঁকাপ‌থে সংগ্রহ করা সরকা‌রি চালান বি‌হিন বালু বোঝাই মি‌নি ল‌রিগু‌লো বদরপু‌রের উ‌দ্দে‌শ্যে রওয়ানা দি‌লে তা‌দের‌কে চ‌্যা‌লেঞ্জ জা‌নান বন কর্মীরা। এ‌তে ল‌রি চাল‌কেরা অবস্থা বেগ‌তিক দে‌খে সড়‌কের পা‌শে ল‌রি রে‌খে পা‌লি‌য়ে গা ঢাকা দেয়। প‌রে ল‌রিগু‌লো নি‌জে‌দের জিম্মায় নেয় বন বিভাগ।

Author

Spread the News