বিরুবাড়িতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ, আহত তিন
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : গুয়াহাটি মহানগরে ভয়াবহ ঘটনা ঘটেছে। বিরুবাড়িতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দুই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের গুয়াহাটি মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন যথাক্রমে রিঙ্কি তিওয়ারি (৩৫), মীরা তিওয়ারি (৪) এবং রোহিত আলি (৪০) ৷ রিঙ্কি তিওয়ারি এবং মীর তিওয়ারি একই পরিবারের সদস্য এবং উভয়ের অবস্থাই আশঙ্কাজনক।
জিএমসিএইচ জানিয়েছে, রিঙ্কি তিওয়ারি তার মুখসহ শরীরের ২০ থেকে ৩০ শতাংশ পুড়ে গেছে। রোহিত আলির শরীরের ১০ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে। চার বছর বয়সী মেয়ে মীরা তিওয়ারির মুখসহ শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। সমস্ত রোগীদের সমস্ত নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করে আইসিইউতে চিকিৎসা করা হচ্ছে। এই ঘটনা এখন গুয়াহাটি মহানগরে বিভিন্ন জায়গায় বিদ্যুতের ট্রান্সফরমারগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ছবি প্রতীকী।