শিলচরে তিনদিনের অ্যাথলেটিক্স, কাবাডি এবং খো-খো প্রশিক্ষণ

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : শিলচর ডিএসএ-র ব্যবস্থাপনায় আজ থেকে তিন দিনের অ্যাথলেটিক্স, কাবাডি এবং খো- খো  বিশেষ শিবির শুরু হল। সবকটি ডিসিপ্লিন মিলে প্রথম দিন ১৭৪ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগে প্রশিক্ষক হিসেবে ছিলেন (অ্যাথলেটিক্স) নজরুল আলম লস্কর ও পিন্টু রাম। কাবাডিতে আব্দুল রহিম লস্কর, খো খো অজিত দাস। কোচিংয়ের ভারপ্রাপ্ত দায়িত্বে সত্যজিৎ দাস। উল্লেখ্য, এদিনের প্রশিক্ষণ উপলক্ষে সংক্ষিপ্ত এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি প্রাক্তন অ্যাথলিট বিক্রমজিৎ সিং, ডিএসএস সভাপতি শিবব্রত দত্ত, ভারপ্রাপ্ত সচিব দেবাশিষ সোম,  এজিএস অজয়কুমার রায়, কোষাধক্ষ্য বুদ্ধদেব চৌধুরী, রমাপদ ভট্টাচার্য মাইনর বিভাগের সচিব  সত্যজিৎ দাস নির্মাল্য নাথ সহ অন্যান্যরা।

Spread the News
error: Content is protected !!